শ্বাপদসংকুল কণ্টকিত পথ, নিঃসঙ্গ অভিযান;
আঁধার গভীর, পথিক একেলা, সতর্ক সাবধান!
গরলে সিক্ত, আঘাতে তিক্ত, ঊর্ধ্বশ্বাস প্রাণ;
দিশেহারা পথিক, পথ দেখো সুদূর অলাত লেলিহান।।


সুজনের মুখোশে দুর্জন চারিদিকে করিবে সর্বনাশ;
অন্তর্দৃষ্টি জাগ্রত করো, কে করিবে তোমায় বিনাশ?
নীল অনুরণনে নিঃস্ব-রিক্ত বেদনা-বিধূর পথ;
শর্বরী-নীশিথে ধূমকেতু হয়ে ছুটবে তোমার রথ।।