শ্বাপদসংকুল কণ্টকিত পথ, নিঃসঙ্গ অভিযান;
আঁধার গভীর, পথিক একেলা, সতর্ক সাবধান!
গরলে সিক্ত, আঘাতে তিক্ত, ঊর্ধ্বশ্বাস প্রাণ;
দিশেহারা পথিক, পথ দেখো সুদূর অলাত লেলিহান।।
সুজনের মুখোশে দুর্জন চারিদিকে করিবে সর্বনাশ;
অন্তর্দৃষ্টি জাগ্রত করো, কে করিবে তোমায় বিনাশ?
নীল অনুরণনে নিঃস্ব-রিক্ত বেদনা-বিধূর পথ;
শর্বরী-নীশিথে ধূমকেতু হয়ে ছুটবে তোমার রথ।।
রেখে গেলাম একরাশ মুগ্ধতা...!
শুভকামনা নিরন্তর প্রিয় কবি 🍀🍀
আর শেষে ধুমকেতু হয়ে ছুটবে তোমার রাত দুর্দান্ত লাইন।
মনের অদম্য শক্তির জয়।দারুন জয়গান।
লিখতে থাকুন প্রিয় সম্মানিত কবি।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন সম্মানিত কবি।
ভালো থাকুন সতত কামনা করি।
মুগ্ধতা,শুভেচ্ছা রইল কবি নিরন্তর।
অপূর্ব।
ভালো থাকুন। ভালো রাখুন। রক্তিম শুভেচ্ছা ।
তবে শুধুই জীবনে ভয় পেওনা।
আছে আনন্দ ও দুঃখ পাশাপাশি
এত আলো-বাতাস-সুখের আয়োজন !!
সবই তোমার জন্য...নিও আসি।
********************
অনেক শুভেচ্ছা রইল কবি।
👍
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
রচনা।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
খুব, খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অশেষ শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
অনেক অনেক শুভেচ্ছা আগামীর।
আবার কেনো নতুন করে পোষ্ট করছেন?