বহুকাল আগে ঘর ছেড়ে বের হয়ে দেখেছিলাম এক নতুন পৃথিবী।
স্বপ্ন ছিল, আশা ছিল; এখন কিছু ঝরা পাতা এঁকেছে স্বপ্নের সমাধি।
যখন রাত নামে, অতন্দ্র প্রহর গুনি।
ভাঙা আরশিতে চেয়ে দেখি কোনো এক অচেনা আমি!
রাত কেটে যায়, দিন আসে, আর আমি পেরিয়ে যাই আরেকটি শহর।
যাযাবর হৃদয়ের অস্ফুট চিৎকারের প্রতিধ্বনি ফিরে আসে বারবার,
সাত সমুদ্র ফের পাড়ি দিয়ে সোনালি উপকূলে আবার!
নিশি-দিন অলীক পৃথিবীতে দেখি দিগন্তবিস্তৃত খোলা আকাশ, আর গভীর জলনিধি,
যেখানে স্বপ্ন বদলে অশরীরী দুঃস্বপ্নেরা চড়ে বেড়ায় অন্তহীন।
বেনোজলে ভেসে যাওয়া খন্ড স্মৃতির টুকরোগুলো ডুবেও ডোবে না,
যেন বাষ্প হয়ে নীলিমায় ফিরে যায়, আবার বৃষ্টির মতো ঝরে পড়ে -
এখানে সেখানে, ওখানে এখানে।