গগন আচ্ছাদিত কোটি ক্ষুধার্ত শকুনিতে,
সূর্যের কিরণ ছোঁয় না মাটি নিশ্চুপ পৃথিবীতে।
হিংস্র হায়নাগুলোর কালচে ছায়ার আড়ালে আঁধার চারিধার।
ওখানে কোনো এক কদাকার মাকড় নোংরা জাল বুনছে,
পেয়ে এক নতুন শিকার-
উন্মত্ত লালসায়, মেকি আলোর অন্তরালে;
যাতে নিংড়ে নিতে পারে আরেকটি নিষ্পাপ প্রাণ।
মহাকাব্যিক ন্যায্যতা হয়ে থাকুক কালের দাবি।