শিশিরস্নাত কোনো এক ভোরের বেলায়,
চোখ মেললাম, তোমায় দেখি মায়ার খেলায়।
বললে আমায় ‘এই তুমি কোথায় ছিলে?
চলো না আজ বেরিয়ে আসি দুজন মিলে’।


তপ্ত দুপুরে বাজছে নূপুর তোমার পায়ে,
হৃদয় গহীনে মন ছুঁয়ে যায় অচিন লয়ে।
নীল শাড়িতে আঁচল তোমার আকাশরঙা,
মিষ্টি হাসির ছন্দ যেন বাঁধনভাঙা।

পড়ন্ত বিকেলে সোনালী আলোয় লাগছে বেশ,
ফাগুনী বাতাসে উড়ছে তোমার এলোকেশ।
হাতটি ধরে ‘ভালোবাসি' বললে আমায় তুমি,
মায়াবী চোখে অনন্য এক স্বপ্ন বুনি।


গোধূলি বেলায় হচ্ছে ম্লান অরুণ-প্রভা,
অম্লান রয় তোমার দীপ্ত প্রেমের আভা।
চিরদিন থেকো তুমি মোর হৃদয়ের সন্নিকটে,
দুজনে মিলে ভাসাই ভেলা প্রেমের তটে।  


জোছনা রাতে কামিনী ফুলের সুবাস আসে,
ফুল-কাননে আছো তুমি আমার পাশে।
জোছনা সুন্দর, না তোমার প্রেমের আলো?
তোমার আলোয় এই যামিনী লাগছে ভালো।


গভীর রাত, অনন্তকাল যেন ঘুমিয়ে আছো,
দিনভর যা দেখলাম সব স্বপ্ন না তো?
কাল হতে কালান্তর খুঁজছি আজ অবধি,
মন-মানবী কল্পলোকের স্বপ্নসাথী।