পৃথিবী তুমি নিষ্ঠুর এতো যন্ত্রণার
তুমি অস্ত্রের ঝনঝনানি
আমায় অধিকার দিলে না বাঁচার।
কি খেলায় মত্ত ওরে শাসকদল
দিনের পর দিন চলে যায়
মুখে আজো না পরে দানা জল।
আমায় ছিঁড়ে নিল ওরে চিল শকুনে
বাঁচা একটু শেষ অন্তরায়
হন্ন হয়ে তন্ন করি এই বনে।
হাজার টন খাদ্য ফেলে জলে ডাঙ্গায়
রক্ত চোষা সভ্য বাসী
অমানবিক রক্ত খেলায় দেশ রাঙ্গায়।
ঘর জ্বালিয়ে শহর নিলি দেশ তাড়ালি
এখন আমি মরছি যে দেখ
লজ্জা তোদের, মস্ত বাড়ি মাংস হাড়ি।
আয়েশ করে খায়েশ মিটিয়ে ঢেকুর তুলিস
বজ্জাতেরা ধ্বংস খেলায়
হিংসা ভরা হিংস্রো তোরা দাপিয়ে চলিস।