তোর জন্য সকাল হবো ঘুম ভাঙ্গাতে
সোনামাখা রোদ হবো মুখে পড়াতে।
তোর জন্য শিশির হবো পায়ে জরাতে
এক পলকে তাকিয়ে থাকা মন ভরাতে।
তোর জন্য পায়েল হবো স্বপ্ন কুড়াতে
ভালোবাসার পরশ মেখে মনটা জুরাতে।
তোর জন্য বাগান হবো ফুল ফুটাতে
ধন্য হবো সুবাস হয়ে মিশে যাওয়াতে।
তোর জন্য ঘাস হবো সবুজ বিছানাতে
মুগ্ধ হয়ে দেখবি যে তুই হেটে চলাতে।
তোর জন্য পাখি হবো গান শুনাতে
পাগল করা কন্ঠ হবো মন ভুলাতে।
তোর জন্য গোধুলী হবো বিকেল বেলাতে
হঠাৎ করে হারিয়ে যাব ছোট্টবেলার ছেলে খেলাতে।
তোর জন্য রং হবো নীল আকাশের রংধনুতে
দুচোখ জুরে রঙ্গের মত স্বপ্ন বুনাতে।
তোর জন্য চাঁদ হবো হাসি ফুটাতে
রূপকথার কিছু গল্প বই থাকবে যে তোর হাতে।
তোর জন্য চাঁদনী হবো জোছনা বেলার রাতে
ঝোনাক হয়ে রাত বিরাতে হাটবো তোর সাথে।