কেন এত অস্ত্র ঝড়ে  পড়ে ,
কোন উত্তর কেউ দিতে পারে না।
কেন ঝড় বহে দুই নয়নে,
না পাওয়ার বেদনা শুকনো মূর ভুমি    হাহাকার
নাকি মনের গভীরে লুকানো ব্যথাগুলো  গুলো হৃদয় কে করে  কম্পিত।
নাকি মনের সাগরে বহে  ঝড় তুফান,  নাকি সুনামির সেই বজ্রাঘাত ।
বুকের ভিতর জমানো সেই কালবৈশাখী ঝড় গুলো,
মনের ভিতরের কষ্ট গুলো কি চোখের জল হয়ে বেরিয়ে আসে ।
কিন্তু  কিছু  কঠিন হদয়ের মানুষ কেও ভেঙ্গে চুরমার  করে দেয় আপন ঠিকানা ।
মহান সৃষ্টিকর্তা   অশেষ দয়া  
হঠাৎ দক্ষিণে হাওয়া বইতে লাগলো,
আর নীড় হারা পাখিদের আবাসের সুবাতাস মিলতে শুরু হল ।