সাপুড়ের সাপ খেলা দেখায় ।
জাদুকরেরা করে ভেলকিবাজি ।
কবিরাজেরা করে মহা চিকিৎসা ।
এইতো তাদের রীতি ।
গুণকীর্তনের নাই সিমা ।
চলে  ধান্দাবাজি ।  
যা বলার নয় তাহাই কয়
একি সূত্রে গাঁথা বাড়ি।  


ভুল করে যদি কেউ
তাদের কাছে  যায় চলে ,
সেদিন হলো তাদের সব পাওয়া ।  
সেই  দিন কিন্তু
এই লোকের  কপাল পোড়া ।
এই ভাবে তাদের যায় দিন ।
কিছু দিনের ছলা-কলা ।
রোগ যদি ভালো না হয়,
অজুহাত আর বাহানা ।
হঠাৎ যদি কেহ ভালো হয়ে যায়,
পাড়াপড়শি দেশবাসীর কাছে
গুণকীর্তনের গপ্পো ফিরিস্তি।