ফাল্গুন মানে রক্ত ঝরায় ।
ফাল্গুন মানে গর্জে  উঠা ।
ফাল্গুন মানে  রক্তের ভেজা
ওই বাতাসে  গায় ।
ফাল্গুন মানে বর্ন  পাওয়া ।
ফাল্গুন মানে ভাই হারানো
এক নিদারুন  সুখ ।
ফাল্গুন মানে শিমুল বাগানে
লাল রক্তের বন্যায় ।
ফাল্গুন মানে কৃষ্ণচূড়া আর পলাশে  
প্রকৃতির সাজ নব রূপে ।
ফাল্গুন মানে আমের মুকুলে
মন মাতানো সুগন্ধ  ।
ফাল্গুন মানে ঝড়ের পূর্বাভাস ।
ফাল্গুন মানে নবযৌবনের স্বপ্ন দেখায় ।
ফাল্গুন মানে বৃক্ষ নতুন রূপে, সজ্জিত ।
ফাল্গুন মানে এক পশলা প্রশান্তির বৃষ্টি ।