স্বাধীনতা মানে ছাগলের তিন নাম্বার বাচ্চা মতো নাচন নয়তো ।
স্বাধীনতা মানে
অন্য কারোরই মাথায় লবন রেখে কুল খাওয়া নয়তো।
স্বাধীনতা মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইভটিজিং  নয়তো।
স্বাধীনতা মানে গ্রাম্য সালিশের বিচারকে টাকা খাওয়ার  রায় নয়তো।
স্বাধীনতা মানে ওই ছোট্ট শিশুকে
ধর্ষণ নয়তো ।
স্বাধীনতা  মানে মক্তবে মাদ্রাসার ছেলেদের কে বলাৎকার নয়তো।
স্বাধীনতা মানে মা-বোনের উলঙ্গ করে উল্লাস প্রকাশ করা নয়তো।
স্বাধীনতা মানে রাজপথে উলঙ্গ হয়ে নিত্য করে প্রতিবাদ করা নয়তো।
স্বাধীনতা মানে মতপ্রকাশের নামে অন্য  ধর্মকে কটাক্ষ করা নয়তো।
স্বাধীনতা মানে অন্য ধর্মের ব্যঙ্গচিত্র প্রকাশ করা নয় তো।


স্বাধীনতা যেন হয় পৌষ মাসের মিষ্টি রোদের ভোর ।
স্বাধীনতা যেন হয় খুকুমণির পায়ের  নুপুরে নিকন ।
স্বাধীনতা যেন হয় কৃষকের কষ্টে অর্জিত ফসলের ন্যায্য মূল্য।
স্বাধীনতা যেন হয় বটবৃক্ষের রোদেলা দুপুরের প্রশান্তির ছায়া।
স্বাধীনতা যেন হয় ছোট্ট বালকের  
ওই গগনে মনের আনন্দে ঘুড়ি উড়ানো।


চলবে..........…....