তোমার সামনে দাড়িয়ে মনের গভীরে
কত ছবি আঁকি।
তুমি সেই মনের অজানা কথা গুলি বুঝতে পারো ? ।
তুমিতো জড়পদার্থ , দাড়িয়ে থাকো সর্বক্ষণ ।  
চুপ্টি করে, দেখো আমাদের যতসব কীর্তি।


কেউ তোমার  সামনে একটু দাঁড়িয়ে,  দেয় মুচকি হাঁসি।
সে কথা বলবে কি? তুমি কখনো আমায় ।
তুমি করো আয়নাবাজি ।
ছেলে বুড়ো খোকা মুখ ফেরাতে চায় না ।  কেন ?
তা তুমি বলতে পারো আমায়,  আয়না ।


তোমার সাথে ছোট্ট মনারা খেলে লুকোচুরি খেলা ।
  তোমার মনে   কি জাদু আছে ।
সামনে দাঁড়িয়ে আমরা আনন্দিত  চমকিত হই।
নিজে চেহারার  অপরূপ দৃশ্য দেখি ।
তুমি কি  তা বুঝতে পারো ।


আয়না তোমায় বাঁধাই করে রেখেছি ঘরের আঙ্গিনায়।
মনের সুখ দুঃখের কষ্টের যন্ত্রণার কথা,
তোমার ভিতরে খুজি ফিরি।
তোমার  মধ্য  দেখতে পায় আমার  প্রতিছবি।


তোমার জন্ম কোথায় তা তুমি কি বলতে পারো ? ।
মরুভূমির মরীচিকায় সাদা কাঁচ বালি ।  
কিসে তোমার এত অহংকার ,
ধাক্কা দিল এক মুহূর্তে হবে ভেঙ্গে চুরমার।


তুমি হও দয়ার সাগর বুদ্ধিমতি সৃজনশীল।
তোমার প্রেমে পড়ে নাই কয়জন,
সে কথা কি তুমি বলতে পারো ?।
আয়না তুমিতো মনেরই আয়না ।