নিঝুম রাতে
ঝড়ের হাওয়া বেগে ।
বয়ে নিয়ে গেল
আবির হৃদয়েয় পাখিটা ।
মেঘনা নদীর ঘাটে বসে
করেছিল মনের দেওয়া নেওয়া ।


বুক ভরা ব্যথা নিয়ে ।
মনে  অনেক  কষ্ট নিয়ে ।
মনে  মনে  ভাবে আবির  
বালুচরের পড়ন্ত  বেলা ।
কাশফুলের নরম  ছোঁয় ,
দু'জনার হয়ে যেতেম ।
মাঝি-মাল্লার চোখ ফাঁকি দিয়ে
করতাম বসে আলাপন ।


ঝড়-হাওয়া তুমি  থেমে যাও
ভালোবাসার বুলবুলি ।
তুমি ঘরে এসো ।  
দু'টি নয়ন বন্ধ  করিয়া ,
মনের জানালা খুলে  দিয়া
ফিরে  এসো লিমা ।
ভালোবাসা দাও ফিরাইয়া ।