দুই দিনের এই দুনিয়া
খানাপিনা  সব বাহানা।
সময় থাকতে কর আখিরাতের  বাজার।  
সময় গেলে সময় পাবে   না
নিঃশ্বাসের ক্ষন  ।
ওরে মন ওরে মন ওরে  পাগল  মন।


দাদাগেছে তার  আগে তার দাদা গেছে  আরো  আগে
এই কথা যেমন সঠিক ।
দাদার আগে আমি  হয়তো চলে যাব
সেই কথাও  ঠিক ।
ওরে মন  ওরে  মন  ওরে পাগল  মন ।


দালান কোঠা বাড়ি গাড়ি
সঙ্গ যাবে না টাকা কড়ি ।
তাই  সময় থাকে হিসাব  লও কষি ।
চোখ দুটি বন্ধ করে,
মনের চোখে দেখে চেয়ে  
কি করিছ এই  ভবেতে ।
একটু ভাবি ওরে মন  ওরে পাগল মন ।

দুই  দিনের  এই দুনিয়া
টাকা  পয়সা  সব বাহানা
সময়  থাকতে  কর আখিরাতের বাজার।