সূর্য উঠার আগে প্রাত বেলায়,
রবির আভা, গোলাপ আবির মাখা,
হৃদয় আকুল করে,
মৃদু পরশ মাখা বহে দক্ষিণা।


যামিনী ক্রোড়ে ক্লান্তি রেখে,
উজ্জীবনি শুধা, সেবন করে
কর্ম মুখর দিনের হয় সূচনা ।


এমনি করে দিনে দিনে, দিন চলে যায়
জীবন থেকে ক্ষয়ে যায় অমূল্য সময় ।
তাতো আর কোন দিন ফেরার নয়
সূর্য উঠার আগে প্রাত বেলায়,
রবির আভা, গোলাপ আবির মাখা,
হৃদয় আকুল করে
মৃদু পরশ মাখা বহে দক্ষিণা।


থাকতে সময় হিসাব করে নাও,
চলার পথে কাঁটা আছে কি নাই
সূর্য উঠার আগে প্রাত বেলায়,
রবির আভা, গোলাপ আবির মাখা,
হৃদয় আকুল করে
মৃদু পরশ মাখা বহে দক্ষিণা।


অন্ধ যৌবনের উন্মত্তায় চলো না কেউ নির্ভাবনায়
যখন দৃষ্টি সীমানা আসবে কিনারে
চলো যদি সরল পথে, চলতে পথে দেখতে পাবে
দিব্য দৃষ্টি মেলে তাই ।