স্বল্পায়ু জীবলোকে
তোমার আমার বসবাস এই জগতে
মাটির গড়া কায়া নিয়ে
গর্ভ করি দম্ভ করি
ভঙ্গুর হৃদয় নিয়ে,
কতক্ষণ থাকবো উষ্ণ জোয়ারে ভেসে
জানে না, জানে না কেহ
সন্মুখপানে কি রয়েছে
আধারে ঢাকা বন্ধুর পথ
নাকি আলোয় ভরা পথ চলা হবে কে জানে
অলখে বসে কে কাঠি নাড়ে
দেখি না তারে, দেখি না তারে ।