মাঝি ধর হাল তুলি পাল
ছেড়া পাল ছিঁড়ে ফেলো আজ
আজ বরষের প্রথম লগনে ।
গাই সবে মিলে মিশে নতুনের গান,
ভালবেসে, দেশটাকে ভালবেসে ।
নব বরষের যাত্রা শুভ হোক
শুভ হোক, দেশ মাতৃকার ।।


ভালবেসে গড়ব দেশ আমার
নতুন বছরে উঠুক ভরে
হৃদয়ের বান ডেকে যৌবন জোয়ার ।।


ঝরা পাতা উড়ুক বাতাসে বাতাসে
মুছে যাক গ্লানি সব
ঝরে পরুক শুষ্ক পত্ররাজি
ক্লেদ মুক্ত হয়ে যাক ।
ফুটে উঠুক প্রানে প্রানে
সবুজ সতেজ পল্লব পুষ্পরাজি
ও ও ও মাঝি ধর হাল তুলি পাল...
মনের ক্লেদ মুছে দাও সব
মুছে ফেল মন থেকে
এসো নব বরষ, বৈশাখ
এসো হে বৈশাখ, এসো হে ...


এসো জরা থেকে মুক্ত করে মন
প্রতিজ্ঞা করি আজ
সেবিব সৃজন, স্রষ্টার
মাঝি ধর হাল তুলি পাল
ছেড়া পাল ছিঁড়ে ফেলো আজ
আজ বরষের প্রথম লগনে ।
গাই সবে মিলে মিশে নতুনের গান,
ভালবেসে, দেশটাকে ভালবেসে ।
নব বরষের যাত্রা শুভ হোক
শুভ হোক, দেশ মাতৃকার ।।