আজ মেঘের দেশে
____


সাদা বকের সাদা সাদা পালক যেন,
আজ নীল আকাশে ভেসে ভেসে যায়,
হেসে হেসে ডেকে যায়,
কে আছ কোথায়!
চল গায়ে মেখে নিই কাশের রেণু
চল আজ চলে যাই যেখানে খুশী,
চল না হয় মেঘের বাড়ী আজ মনে মনে।
হালকা পায়ে চল যাই, কোমল স্পর্শ মেঘ মেখে,
মেঘরাজ্যে আজ অপূর্ব নীল রাজপুত্র,
সবেগে ধায় যেন ধাবমান অশ্ব।
কই যায় ওরা? দল বেঁধে যায়
ভারী হাওয়ার সন্ধানে!
যে কথা বলে যায় মেঘ বাতাসের কানে,
ঘুম ভেঙে যায় ঘুমন্ত রাজকন্যার,
শিউলী তলে কুড়িয়ে ফুল
গাঁথে মালা আনমনে, কান পেতে রাখে সংগোপনে।
চল আজ মেঘ ছুঁতে যাই, আকাশে মেঘ,
জলে দেখি মেঘ,
জলবতী মেঘ ছুঁয়ে যায় তার অভিমানী চোখ।
চল পিছু পিছু মেঘের সাথে,
মাঠের ওপারে মাঠ, সেখানে আছে বন্দী
রূপকথার রাজকন্যা,
আমি হই মেঘ তুমি হও আকাশ,
তারপর একসাথে করি ভ্রমণ
মুক্ত করি বন্দিনী তাকে।
৩১/১০/২০