একাকী একজন
----------
অথই জলরাশিতে আমি এক তরী ভেসে যেতে দেখলাম
ভাসছে,উপরে সুনীল আকাশ,
ঝলমলে রোদ খেলা করে অবিরাম।
সুনীল ফেনিল রাশি কোথায় ভাসিয়ে নিয়ে যায়
কেউ জানে না।


শুধু লোকটি তরীতে বসে প্রাণপণে চোখ রাখে
কোথাও কি দেখা যায় তটরেখা?
আমি দেখলাম রামধনু লুকালো
সুউচ্চ পর্বতমালার আড়ালে।


লোকটি কি ভাবছে এখন?
পেছনে ফেলে আসা সেই সংগ্রামী অতীত?
নাকি সোনালী ভবিষ্যৎ?
নাকি এই যে অথই জলরাশি তাকে নিয়ে চলেছে
এই যে এখন এই অনিশ্চিত বর্তমানটুকু?


কেউ দেখেনি, কেউ জানে না, লোকটি এখন ভীষণ একা
লোকটি শুয়ে আছে গলুইতে, দৃষ্টি আকাশে নিবদ্ধ,
অনেক অনেক সীগাল উড়ে বেড়ায় অবিশ্রান্ত,
লোকটি ক্রমশ নিস্তেজ হয়ে আসছে;
শিরা উপশিরা ধমনীতে আর ডাকছে না তুফান। ।


আমিই শুধু দেখি তাকে, সে একাকী ভাসছে
ভেসে যাচ্ছে দূর সমুদ্রে, কোথাও কেউ নেই।
তার কেউ নেই, তার আছে একটি সমুদ্র আর একটি আকাশ।


আমি তাকে দেখি, কারণ নীল অথই জলরাশিতে
ক্রমশ চলে যেতে থাকা মানুষটি,
ক্রমশ বিলীন হতে থাকা মানুষটি, আমার গভীর অন্তরালে বাস করে।


মানুষের হৃদয় কখনও সমুদ্র হয়, কখনও আকাশ হয়।
কখনও একসময় জমাট বাঁধা বরফের মত
অসীম যন্ত্রণার আরাধ্য বসতি হয়।
----১/৬/২০১৮