প্রপিতামহ
--- নাসরীন আক্তার রুবি


প্রপিতামহ!
আমায় ক্ষমা করেছ!
আমি তোমার ঠিকানা বদলে দিয়েছি,
আমি হয়েছি বাস্তুত্যাগী
পরকে করেছি ঘর
হয়েছ পরিত্যাজ্য সমূলে।
আমি এখন সুরমার জলে
হাওরের আফাল গুনি না,
আমি ভিনদেশী জলে আপাদমস্তক ডুবে যেতে চাই,
তাইতো দাঁড়িয়ে আছি ঠায় লম্বা সারির পিছনে।
নিজস্ব দিয়েছি বিসর্জন,
নিজস্ব গৌরব দিয়েছি তুলে গর্বভরে,
এখন ভিখারীর মত ঘুরি পাছে পাছে
পরের ঐশ্বর্য ছিটেফোঁটা পেয়ে
ধন্য মানি নিজেকে।
ছিলাম রাজাধিরাজ আপনার রাজ্যে,
সেজেছি এখন করুণার পাত্র,
প্রপিতামহ! তোমার রক্তে মিশিয়ে দিয়েছি
অচেনা রক্তের ধারা,
আমি ভুলে গেছি আমার আকাশ আমার নদী
ভুলে গেছি আমার মাটি,
আমার সবুজ শস্যের হাসি,
ঠিকানা গড়েছি ভিন্ন মানচিত্রে।
মিথ্যে অহংকারে দিয়েছি বিসর্জন পরমাত্মীয় যাদের,
যদি পারো ক্ষমা করো,
আমার প্রজন্ম ভুলে গেছে মায়ের কথা,
তারা এখন পথভ্রষ্ট নাবিকের মত
আপন ঠিকানা খুঁজে বেড়ায় কখনও,
কখনও ভুলে যায় নিজস্ব অস্তিত্ব,
শ্যাওলার মত ভেসে বেড়ায় পরদেশে,
অন্যের সুখের প্রাপ্তিতে হাসে কাচভাঙা মেকি হাসি।


৯/৫/২১