আমার বাড়ি ফেরা
--
অবশেষে আমি বাড়ি ফিরেছি।
অসংখ্য দুঃসহ স্মৃতি নিয়ে আমি
বাড়ি ফিরে এসেছি,
সেই পুঁইমাচানের পাশে
নীল সাদা শিমফুলের পাশে,
হলুূদ কুমড়োর ফুলের কাছে
সবুজ লাউডগার নিচে
আমার শান্ত কুঁড়েঘর,
আমি এখানেই ফিরে এসেছি।
ধোঁয়া ওঠা গরম ভাতের পাশে
একটি পেয়াজ আর শুকনো মরিচে
তৃপ্তির আস্বাদনের কাছে
আমি অবশেষে ফিরে এসেছি।
আমি সাথে নিয়ে এসেছি
অসংখ্য রক্তাক্ত ছবি
আমার চোখের সামনে বন্দী,
আমার হৃদয়ে বন্দী অসংখ্য
অত্যাচারিত মানুষের ছবি।
ঘরছাড়া শরণার্থীদের উৎকণ্ঠিত অপেক্ষার কাল,
শিবিরে বন্দী অসহায় কাতর নারীদের দীর্ঘশ্বাস,
সন্তানহারা জনক-জননীর হাহাকার,
উল্লসিত শকুনের হিংস্র উচ্ছ্বাস-
সব, সব একত্রে এখন আমাতে,
আমার চোখে,আমার অন্তস্তলে
বসত গেড়েছে।
কোথাও কেউ নেই,
দাওয়ায় কেবল কুকুরটি দাঁড়িয়ে
নিরব ভাষায় সব বলে যায়।
এখানে যারা ছিল,তাদের স্মৃতিগুলো
কাতরায় নিরব আর্তনাদে,
আমার শূন্য ভিটা,শূন্য বাড়ি,
শূন্য দাওয়ায় দাঁড়কাক ডেকে যায়।
আমি তো খালি হাতে ফিরিনি!
মুক্তি নিয়ে ফিরেছি,
তারপর আমি একাই উড়িয়ে দিই
লাল সবুজ পতাকা,
আবার বপন করি বীজ,
অপেক্ষায় থাকি, সৃষ্টির অপেক্ষায়।
আমি বাড়ি ফিরে এসেছি,
আমার অপেক্ষায় কেউ নেই আর,
সব জীবনের দামে
আমি স্বাধীনতা নিয়ে এসেছি,
এবার নির্ভয়ে স্বপ্ন বোনার পালা,
এবার নিঃসংকোচে
ইতিহাসে নতুন অধ্যায় শুরুর পালা।
--১৬/১২/২০১৯