বংশী
----


বংশী নদীর তীরে বসে
বাজায় বংশী কে?
দংশে কি ভুজঙ্গ তারে
বংশী যখন ডাকে?
পাংশু বরণ বদনখানি
ধ্বংসে যখন বেলা
অংশু তখন ঢলে পড়ে
হিংসে অবহেলা।
বিংশতি বার ডাকে বংশী,
বংশী নদীর তীরে,
অংশ নিয়ে তৃপ্ত সবাই
সংশিত না ফিরে।
কংস কেন মনের শোকে
হংসটিরে পোড়ায়,
অংশুমালী লুকিয়ে থাকে
তরংগেরই দোলায়।
বংশঝাড়ে বাতাস খেলে
বংশী নদী দোলে,
জিঘাংসা নাই কোনখানে
ঝংকারে সুর তোলে।


২২/১২/১৯