চাঁদ মামা
--
চাঁদ মামা খোকা ডাকে
মায়ে ডাকে তাই,
চাঁদ মামা বল মাকে
তুমি কার ভাই।
সূর্যটা ডুবে গেলে হেসে
মামা যায় পাটে,
মামা বাড়ি দূর দেশে
যেতে দিন কাটে।
মামা বুঝি দূরে থাকে
সত্য বল আজ,
আদর করে তারা ডাকে
আদর করাই কাজ।
চাঁদ মামা সূর্য মামা
মামা সবখানে,
মামা বাড়ি থাকে মামা,
মা ভাল জানে।
৩০/০৮/২০