ছল
---
আমি মুগ্ধ হয়েছি তোমায় দেখে,
খুঁজিনি কাঁটা, দেখিনি কীট
অঞ্চল পেতে নিয়েছি অঞ্জলি,
ভাবিনি পুষ্পপুটের আড়ালে লুকিয়ে
সুগভীর ছল।
ভুলিনি কেবলই স্বপ্ন ছিল
মুগ্ধতায় ঘোর লাগা সেই কিছু ক্ষণ।
সন্ধ্যারাগের মায়া ক্ষণিকের ভুল,
মিলায় অন্ধকারে সব ফুল ঝরে গেলে
পড়ে থাকে গোলাপের বিলাপ,
উধাও হয় অদৃশ্য ছায়াপথে
যে করে ছল।
০৫/০৯/২০