দুটি কবিতা

তৃষিত নিশীথে চকিতে চকোর
চমকে তাকায় জলে
অতল জলের সুনীল ছায়ায়
কাহার অশ্রু জ্বলে?



সরোবরে ঝরে পড়ে
তার ছিল যত আড়,
তাই দেখে এঁকেবেঁকে
নদী ভাঙে তার পাড়।
৩০/১১/২১