ঘুম
---
ঘুম উড়ে যায় হাওয়ায় হাওয়ায়
ঘুম ভেসে যায় চাঁদের খেয়ায়,
ঘুম ভিজে যায় পাগলা দেয়ায়,
কামিনী আর কাঞ্চনেরা
জাগে যখন অঘুম থাকার রাতে,
মন্দ বাতাস পাতায় আঁচল পাতে,
মেঘের দলে বিজলী চমক সাথে,
বইয়ের পাতায় কাব্যেরা
একা হাসে একাই কাঁদে অকারণ
বহু যুগের বহু কথার সঞ্চারণ
নিশ্চুপে তাই সব কথারই তারণ,
বৃষ্টিবেলার নুপুর বাজে,
চুপকথা আজ বিভোর হল চাওয়ায়,
সুরের রেশে সময় গেছে পাওয়ায়,
মেঘের ডাকে মন ভেসেছে হাওয়ায়
ঘুম!
ঘুম আসে না আজকে আমার দাওয়ায়।
২৯/০৪/২১