কে ডাকে
----
চেনা স্বরে নাম ধরে
ডাকে কে, কে রে?
সেই কবে গেছি ভুলে
কে আমি, আমি কে?
কে আমি ভুলে গেছি,
মনে মনে মরে গেছি।


আমি আর আমি নাই,
ভুলে গেছি সবটাই।
ভুলে গেছি সুরটাই,
মনে নাই কিছু তাই।
গেয়ে যাই ভুল সুরে
মনে আছে যে-টুকুরে।


গাই গান ততটুকু
মনে আছে যতটুকু।
মনে মনে কথা মালা
বুনে যাই সারাবেলা।
ভুল হয়, ফুল হয়
কাটা ছেঁড়া ঢের হয়।


তবু কথা লিখে যাই,
বলে কথা, সুখ নাই।
সুখে থাকি, দুঃখে থাকি
মনে কত ছবি আঁকি।
রই আমি আনমনে,
চেয়ে থাকি ফুল বনে।


চাঁদ দেখি, নদী দেখি
মিল-অমিলের খেলা দেখি।
তুমি কেন ডাক দিলে,
এত দিন ভুলে ছিলে!
তুমি কেনো দিলে ডাক
মিছে কেন রচো বাক?


ভুলে ছিলে, ভুলে থাকো
আর পিছু ডেকো নাকো।
সেই আমি আর নাই,
পাথরে গড়েছি  ঠাঁই।
নাম ধরে ডেকো নাকো,
নদী আর ফিরে নাকো।
মৃতসম বেঁচে আছি
সব সুর ভুলে গেছি।


যদি পারো করো ক্ষমা,
যতো ভুল আছে জমা।
আমি কবে পাখি হয়ে
উড়ে গেছি,সব লয়ে।
শূন্য হয়ে আমি তাই,
কবে থেকে আর নাই।
১৮/১০/১৮