ক্ষমা নেই
হাড্ডি মাংস দেখলেই লালা ঝরে তোর?
অধম তুই, তোর চেয়ে পশু উত্তম
ফুল দেখলেই ছিন্নভিন্ন করার সাধ জাগে?
গাছ দেখলেই পাতা ঝরাতে মন চায়?
স্বচ্ছ জল দেখলেই তোর কেন হিসু চাপে?
যেখানে যা কিছু সুন্দর সবটাই তোর চাই
তোর জিভ্ লকলক করে, লালা ঝরিয়ে
পুঁতিগন্ধময় করিস মনোরম পরিবেশ।
এত লালা তোর? এত লোভ তোর?
জানিস তো ফুলেরা পোষাক পরে না
তবু ফুলপ্রেমি কেউ গড়ে দেয় প্রাচীর
পাখিরা হতে চায় না শিকলবন্দী
তবু লোভী তোর হাত টেনে দেয় আগল
তার দু'চোখে ঝরে অভিশাপ
আর তুই! মুখোশের আড়ালে পৈশাচিকতা
রেখে ঢেকে সুনিপুণ কৌশলে
কিসের বাতাবরণে তোর প্রকাশ?
ভেতরে এক বাহিরে আরেক
যা তোর স্বরূপ তারই প্রকাশ অকস্মাৎ
মুখে মুখে তুই কিসের বাণী আওড়ে যাস?
আচরণে তোর পিশাচের ভাব
যতই সাজিস বেড়াল তপস্বী
তোর কি আছে মুক্তি নিদানে?
তোর লালা ঝরে, একখন্ড মা ংসপিণ্ড
তোর একমাত্র আরাধ্য
যেদিকে তাকাস একটাই ধ্যানে মনে তোর
ফুলের বাগানে সাপ তুই
যে জঠরে জন্ম তোর, লজ্জায় কাঁদে
স্বজাতের অপমানে, আফসোসে মরে
ধিক্কার দেয় নিজেকে, মানুষরূপী দানব
জন্ম নেয় ফুলের কোলে
অতঃপর পিশাচে হয় রূপান্তর।
সকল মেয়ের, সকল বোনের, অভিশাপ তোর জন্য
সকল মায়ের অভিশাপ তোর জন্য
অভিশাপ শত সহস্র আলোকবর্ষ জুড়ে,
নরকের কীট, তোর কর্মফল ফিরে আসুক
বার বার, তোর নেই স্বজন
ঝরে পড়া লালা সঙ্গী হোক তোর,
কোনদিন তোর কোন ক্ষমা নেই।
৭/৪/২৫