নির্মোহ দেবদূত
--
আমরা না হয় আরও সুদীর্ঘকাল চুপচাপ থাকি,
না হয় দমবন্ধ করে অপেক্ষায় থাকি
বিষমুক্ত বাতাসের!
উন্মুক্ত নগরীতে ঘুরে বেড়ায়  
একপাল দাঁতাল শুয়োর,
বিরান অলিগলির মুখে,
ল্যাম্পপোস্টের নীচে কুকুরের দল
নিরলস ঘেউ ঘেউ করে।
একপাল ষাঁড়  ডাস্টবিন ঘেঁটে খাবার খোঁজে
আর বিড়ালেরা আরাম খোঁজে নেয়
খোলা আকাশের নীচে।
পৃথিবী যখন শ্বাপদের দখলে,
একদল সুবিধাভোগী খুঁজে
পাল্লার কোন প্রান্ত ভারী,
সুযোগ বুঝে তারা ওদিকেই ঝুঁকে পড়বে।
সত্য দোলাচলে, আত্মবিশ্বাসে চিড় ধরে
মিথ্যের প্রবল আস্ফালনে।
আমরা না হয় আরও কিছুকাল ঘুরতে থাকি প্রলয় বৃত্তে।
নগরীর প্রবেশদ্বারে প্রহরী অষ্টপ্রহর,
তারা রণসাজে সজ্জিত, নিদ্রামগ্ন তাদের মুখে মাছিরা ভনভন করে;
শেয়াল কুকুর পরস্পর টানাটানি করে জীবন্ত লাশ নিয়ে।
নিজেদের নিয়ে শঙ্কিত আমরা দরজা জানালায় খিল এঁটে জপ করতে থাকি।
ও দেবদূত! তুমি এসে নিজ হাতে জঞ্জাল দূর করে দাও!
নির্মোহ দেবদূত হাসে, পৃথিবীর জল নিয়ে
আকাশ তবেই বৃষ্টি ঝরায়।
০৯/১০/২০