অভিসার
---
জলেতে আকাশ তার ছবি আঁকে
কলমির ডগায় ঘাস ফড়িং ওড়ে,
শাপলার কলি লজ্জায় ভুলে
সামলাতে বেশ তার
ওদিকে যা কিছু আছে বাড়ায় হাত
অপরূপ প্রেমবন্ধন আজ বেঁধেছে
লতায়-পাতায় জলের দেশে
মুখচ্ছবি জলে কার!
তুমি এলে চুপিচুপি অভিসারে
কালো নয় নীল নয় সবুজাভ জল
আলগা চুলে ঢলে পড়া ফুল
চোখে কোন মায়ার কাজল!
আকাশ যেমন জলের মায়ায়
টুপ করে ঝরে জলের ছায়ায়
তেমনি তোমার চোখে সারাবেলা
নিজেরে খুঁজি জল টলমল।
আকাশ কিংবা বৃক্ষ হারায় জলে
তোমার গহীন চোখে কে যেন হারায়
কি যেন হারায় গভীর মায়ায়
প্রেম থাকে স্বচ্ছতোয়া, সুনির্মল।
১৪/০৮/২১