পাখী
---
পাখী ডানা ঝাপটাও
উড়ে যাও উড়ে যাও
বিষন্ন সকালে রোদ মেখে
দূরে ভেসে যাও।
ফিরে এসো যদি,
আমার জন্য নিয়ে এসো
এক টুকরো আকাশ, কিছু মেঘ
কিছু ঝড়ো হাওয়া।
আহা নিরিবিলি কোনে
যেন লুকোচুরি খেলে বন
উঁকি দেয় আকাশটা আর
বন্দী চোখের জল।
ডানা ঝাপটায় আকাশে পাখী
জানালার এপাশে কাতর
এই ক্লান্ত বন্দী অবয়ব।
০৯/০১/২২