ঠিক সন্ধ্যায়
--
যখন সন্ধ্যা নামে, আমার মনে পড়ে আমাকে যেতে হবে।
ঠিক কোথায় যাব তা জানা নেই,
তবে যেতে হবে, যাওয়ার তাড়া থাকে।
তারপর ধীরে ধীরে রাত্রি নামে,
হাস্নাহেনা গন্ধ ঢালে রাত্রির গভীরে।
খাঁচায় আবদ্ধ কোনো এক পাখি
যেন ছটফট করে মুক্তির নেশায়।
দূর পাহাড়ে তখন নেশাতুর রাত,
আকাশের গায়ে হেলান দেওয়া চাঁদ।
অপ্রস্তুত আমি দেখি আমার সব কাজ পড়ে আছে,
গুছানো তো হয় না, সব থাকে এলোমেলো।
আসলে কারো কাজ কি শেষ হয়!
অসমাপ্ত থাকে জীবনকাব্য।
আমাকে কোথাও যেতে হবে
পাখীর ডানায় ভর করে নয়,
তবু দেহ যেন হয়ে যায় পাখী।
নির্বিরোধ সময়ে হয়ত যাওয়া হবে কোনো এক সময়ে,
তবু ভেতরে কে যেন ডেকে ডেকে যায়,
দূরে কোথাও যাওয়ার আহ্বান কার,
ঠিক সন্ধ্যার ক্ষণটিতে।
যখন দিনশেষে সবাই ফিরে ঘরে,
আমার কেন তখন মনে হয় কোথাও যাওয়ার কথা!
১৮/০১/২১