তিলোত্তমা
--
তিল তিল করে তোমারে গড়েছে  বিধাতা
শোন তিলোত্তমা!
যেখানে যত ছিল রূপের আধার,
তোমাতে হয়েছে জড়ো।
যত দ্বন্দ্ব  যত লড়াই,  ধ্বংসে নগর,
গোটায় রাজ্যপাট,
ছিল অদৃষ্টে তোমার, কলঙ্কতিলক
যেমন চন্দ্র পরেছে গলায় হার।
দৃশ্যের বাইরে তাই হয়নি অক্ষির গোচর,
কতজন মরে নয়নের বাণে,
তিলে তিলে বেঁচে বেঁচে মরে।
তুমি তো ছিলে আড়ালে,
যেমন মেঘের আড়ালে চাঁদ,
খোসার ভেতরে শষ্যদানা যেমন।
তবু বাতাসে ছড়ায় ঘ্রাণ -
শকুনেরা ঠিক টের পায়,
অপহৃত তুমি , অগণিত মিলে তুমি,
স্বেদজলে ভিজে, রক্তাক্ত অবয়বে
তোমাতে জন্ম নেয় আবার তিলোত্তমা।
সৃজিত নগরে মাথা উঁচু করে
তিলোত্তমা,  লোভাতুর চকচকে চোখ।
কপোলের কালো তিল থাকে না অক্ষয়,
তিলে তিলে ক্ষয়ে যায়।
সৃষ্টির পালা শেষে তিলেক বিলম্ব নয়,
টুঁটি চেপে ধরে নিবারণ করে
তিলোত্তমার ফের আগমন।
কলঙ্কের ভার নামে
আকণ্ঠ হলাহল পানে,
তিলোত্তমার অন্তর্ধানে নগরে স্বস্তি নামে।
০৫/০৭/২০