তোমার ঠিকানা
---
আমি বলিনি যে আমার কবিতা তোমাকে পড়তেই হবে।
কেবল উঁকি দিয়ে যাও
কবিতার গায়ে কেমন মায়াবী রোদ কিংবা
জোছনার ফুল খেলা করে।
তুমি এমন কেন গো!
তোমার কি ইচ্ছে হয় না নদী তীরের কাশবন
ছুঁয়ে ছুঁয়ে যেতে!
কিংবা সাদা মেঘের রাজ্যে উড়াতে ঘুড়ি!
আনমনে ঘাসফুলও ছুঁয়ে যেতে পারো,
পারো না?
কিন্তু তুমি তা করবে না,
আদুরে অলস বিড়ালের মত কেবল
চোখ বুজে খোয়াব দেখো
কোথায় নেমেছে বৃষ্টি
আরামে ভাতঘুম দিবে বলে।
যাও অলস তুমি,
কবিতার খাতা পড়ে থাক খোলা,
বাতাসে থাকুক কিছু সুঘ্রাণ
এলোমেলো সময়ে যখন
কুয়াশায় ভিজে রোদের চাদর
তখন তুমি নিদ্রাচ্ছন্ন যাযাবর,
তোমার কোন ঠিকানা হল না তাই।
অথচ কবিতার পাতা হতে পারতো
তোমার নিরেট ঠিকানা।
পারতো কী!


০৫/০৭/২১