এই প্রথম দেখা ?
হতেই পারেনা !
মস্তিষ্কের   সমস্ত
স্নায়ু নিংড়ে দেখো,
মনে পড়বে ।
আমাদের দেখা হয়েছিল,
পীরামিডের ছায়ায়
অজন্তার গুহায়,
পেট্রার আদিম শহরে।
আমাদের দেখা হয়েছে
বার বার মাচুপীচুর গলিতে
ভীম বেটকার পাথরে।
আবার দেখা হয়েছে
পার্থেননের মন্দিরে
সাঁচী স্তুপে , চীনা দেওয়ালে । ।
বেনারসের ঘাটে , স্বর্ণমন্দিরের
লঙ্গরে।
এই তো সেদিন দেখা হলো
চাঁদে, মঙ্গল গ্রহে
সূর্যের অভ্যন্তরে !
না না , প্রথম দেখা বোলোনা ,
আমরা তো সাথেই ছিলেম
আদি অনন্ত কাল ধরে !