বৃষ্টিতে ভিজি আমি,
বানের জলে ভাসি,
একমুঠো চালের জন্য
তোমাদের কাছে আসি।


কেউ একে অধিকার
কেউবা বলে ত্রাণ,
নাম তুমি যাই দাও ভাই
বাঁচাও মোর প্রাণ।


দিচ্ছো না তো কিছুই মোরে
রাখছো সবই গুদাম ভরে।


সমাজ তোমায় চোর বলে
তবুও তোমার চিন্তা নাই,
বিশ্বাস করেন দুদিন ধরে অভুক্ত
পেটে কিছু পড়েনাই।


অভুক্ত থাকার অভ্যাস আছে
ক্ষুধার ধার আমি ধারি না,
তবে আমার ছেলের অভ্যাস নেই
ওর চক্ষে তাকাতে পারি না।


ছেলের চোখে চোখ না রাখি
মনে মনে ভাবতে থাকি,
টনক তুমি নড়বে কবে
কখন সবাই মানুষ হবে?


বিজ্ঞান বলে খাবার ছাড়া
বাঁচে বড় জোড় তেরো দিন,
পাকস্থলী তুমি বড্ড মূর্খ
বিজ্ঞানের জ্ঞানে বড়ই দীন।


আমি চাই মিথ্যা হোক
এর তেরো দিনের যুক্তি,
দুদিনেই যেন অভুক্ত থাকা
সবাই পেয়ে যায় মুক্তি।