বহুদিন যোগাযোগ নেই,
একই বন্দরে নোঙর অথচ দুই সৈকতে অবগাহন।
যেন কেউই কাউকেই চিনি না,
হয়নি আলাপ-সালাপ পরিচয়।
কোনদিনও রাখিনি হাতে হাত,
বলিনি পরাণ খুলে পরাণের কথা নির্জন সান্নিধ্যে।


কাকাতুয়া উড়ে গেছে কবে,
শূণ্য খাঁচা পড়ে আছে বুকের উঠোনে ধুলোবালিতে,
ঝাড়া-মোছা নেই কোনো আর,
রংচটা মরিচাধরা  নিঃশেষিত।
শুধু হাঁপরের মতো ক্লান্ত নিঃশ্বাস!
তবু দেখ আজও ভুলতে পারিনি কাঁচটুকরো স্মৃতি।


দখিনা বাতাসে আজও পাই কদম সুঘ্রান রেশমি স্পর্শ,
চাঁদ উঠলে মনে হয় যেন সেই রাঙাঠোঁটে পৃথিবী হাসে।
------------------------ -----------------
২৩ ফেব্রুয়ারী ২০২১, ১০ই ফাল্গুন ১৮২৭, ১০ই রজব ১৪৪২, মমঙ্গলবার, সকাল:১০:৪৫ মিনিট, ঢাকা
Unauthorized use or reproduction for any reason is prohibited.