জন্ম-মৃত্য, বিয়ে-বরাত কেউ জানে না কার কখন কিভাবে হয়!
বলতে শুনি জন্ম-মৃত্যু-বিয়ে এই তিন সত্য নিয়ে জীবন ‍যাপন।
বরাত কেন বাদ পড়ল? কেউ কি বলতে পারে কার বরাতে কি?
অদৃষ্টের লেখা কি কেউ জানে কিম্বা খণ্ডাতে পারে কোনোভাবে?


জন্ম কখন?
               কার কোলে, কার ঘরে?
                                              কোন গ্রহের কোন অবস্থানে!


মৃত্যু কখন?
               কিভাবে কোথায় মরবে?
                                               সব কাজ সেরে না অপূর্ণ রেখে!


বিয়ে কার সাথে?
                    প্রেমে না অপ্রেমে?
                                            পালিয়ে বা পারিবারিক সিদ্ধান্তে!


বরাত কেমন?
                 ধনী না গরীব, শিক্ষিত না অশিক্ষিত?
                                                                  ছন্দময় না গদ্যময়!


কিছুইতো জানি না কেউ অথচ আলাপে আচরণে মহাকালের সবজান্তা,
অদৃশ্য অদৃষ্টের কাছে হাত-পা বাঁধা অসহায়ত্বকে স্মরণই করি না কেউ।
অথচ এই সত্য যে, একটাই জীবন কালের খেয়ায় চড়ে পার হয় অসীম,
মরে গেলে কেউ ফিরে না, বলে যায় না কি হয়, ভয়-ভীতি-লোভ অন্ধত্ব!
-------- ০ ---------
৮ নভেম্বর ২০২১,২৩ কার্তিক ১৪২৮, সোমবার, বিকাল:০৩:৫০, কাব্যকুঞ্জ
(স্বত্ব সংরক্ষিত)