সুড়ঙ্গ পথ
অন্ধকারাচ্ছন্ন
জেনেও আলো নিভিয়ে অন্ধকারে সাঁতার,
রহস্যগহ্বরে রহস্যাতীত পড়ে থাকা নির্বিকার।


আহা মালতী
মৌণ কামিনী
হাওয়ায় পাপড়ি মেলে ভালোবাসার আহ্বান,
ভ্রমর প্রজাপতি গায় গুন গুন প্রেমের গান।


বাম বুকের
বর্ণিল তিলে
জ্যোতিষীর কোষ্ঠীবিচার লেপ্টে থাকে বিশ্বাসে,
ঘোর আঁধারেও যেন মনকাড়া বিজলীর চমক!


আহা বসন্ত! আগুন জ্বেলো না আর এই বিরহী মনে,
অন্ধকারেই ডুবে আছি অজানায় তীব্র গহীন গহনে।
========= ========
১৭ জানুয়ারী ২০২০, শুক্রবার, বিকালঃ ০৫ঃ৫২ মিনিট, বাংলা মটর, ( বিশ্ব সাহিত্য কেন্দ্র)
Unauthorized use or reproduction for any reason is prohibited