খারাপ চিন্তা ও চেতনাকে দূরে রেখে,
ক'জন মানুষ নির্বিঘ্নে চলতে পারে!
ভাল হতে গেলেই খারাপ ভাবে তারে,
খারাপের মধ্য থেকেই খারাপ শিখে।


রক্ত দূষিত হলেই সাড়ে সর্বনাশ,
জোয়ারে যে বুক ফোলে, শুকায় ভাটায়
ক্ষমতার এত জোর ল্যাংড়াকে হাঁটায়
বুদ্ধিজীবির বুকেও বাড়ে দুর্বাঘাস!


জন্মশুদ্ধ যারা, হয় গাউচ কুতুব
মুহাম্মদ যীশু রাম সব লীলাখেলা
হিসাব মিলে না জগৎ মায়ার মেলা
কাজকর্মে বিভাজন দেখেছি যে খুব।


মাটি যদি হয় খাঁটি ফলবে ফসল,
সহজেই যাবে চেনা আসল নকল।
-------------- -------------- --------------
৩০/১১/২০১৯, শনিবার, সকালঃ১০ঃ৫৭ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.