বুকের তলে ঝিরিঝিরি ঝর্ণা ধারা;স্রোত প্রবাহ
ছলছল ভাসিয়ে নেয় অভিসারী চুমুর স্পর্শ,
থামে না, থামে না ঘামে ও নুনে বেড়ে যায় প্রদাহ
বকুল ঝরে যায় পাপড়ি শুকায়; স্বপ্ন বিমর্ষ!


জীবনের নামে দিব্যি কসম খেয়ে; নবীতুনের
দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় থৈ থৈ পাঁজরভাঙ্গা বুকের!
-------------- -------------- ------------
১৩/১২/২০১৯, শুক্রবার, বিকালঃ০৫ঃ০৬ মিনিট, (+৬)
বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মটর, ঢাকা।
Unauthorized use or reproduction for any reason is prohibited.