ধরলে তো লাল করবই,
অমন তুল তুলে গাল গোলাপ পাপড়ি ঠোঁট
একটু টিপে না দিলে ফুলেতো বেলুন হবে
অভিমানীর মান তো ভাঙ্গাবই।

বৃষ্টি যখন ঝরাত জল,
বর্ষার ময়ুরী যে পেখম মেলে নাচত, ভুলিনি
মিলনাকাঙ্ক্ষায় পোড়া বুকের দীর্ঘশ্বাসে যেন
অন্তর পুড়ত ধুয়ে যেত কাজল।

ছলছল চোখের নীরব ভাষা,
ছুঁয়ে যেত হৃদয়ের অতল গহীনে প্রাণ ভোমরা,
আলিঙ্গনে আত্মজসমর্পন লতাপাতা, ফুলফল
কানায় কানায় পূর্ণ ভালোবাসা!

সবকিছু যায় না ভূলা, লোকে বলে শুনি, ভুলে যায়
মিথ্যে অভিনয় সব, স্মৃতিরা বুকের ভাঁজে রয়ে যায়।
-------------- -------------- --------------
৩০/০৬/২০১৯, রবিবার, সকালঃ১১ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.