চোখ কেন পোড়ে বলো চোখ কেন পোড়ে,
দৃষ্টি জুড়ে নেই তাই বুঝি চোখ কাঁদে।
এই কান্না কেবা বুঝে রাত ভোর হয়,
চোখে চোখে নাই দেখা পাশাপাশি রয়।


নারী মন ফুল বন কত ফুল ফোটে,
ফাল্গুনে মৌ-চোর মধু তার নেয় লুটে।
রাতের বালিশ জানে বুকের উজান
কারা যেন বায় বৈঠা ঝুপঝাপ শব্দে।


শেষ রাতে চাঁদ ডোবে নেয় নাকো সাথে,
মেঘের সাগর পাড়ে যেতে মন কাঁদে।
সাতরং রংধনু বুকে বাঁধে ‍সুখ নীড়,
সহে না সে সুখ এই শূণ্য বালুচরে।


চোখ দু’টি পুড়ে পুড়ে হয় বুঝি খাঁটি
ভাঙ্গাঘরে চাঁদ বুঝি ভাঙ্গে জ্যোৎস্নাবাটি।
-------------- ০ -------------
০৭ মার্চ ২০২২, ২২ ফাল্গুন ১৪২৮, সোমবার, সকাল:০২:০০, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)