এমন বাদলা রাইতে পরান সোহাগি আদর
পাইতে, উতলা পংখীর লাহান, হয় যে কাঁতর।
মাছেরা যেমন লাফায় নতুন পানির ভিতর,
আছাড় পাছাড় খায় বুকের মধ্যে শুণ্য অন্তর।


খোয়াবের মধ্যে ঘুমের ঘোরে, কত যে ধড়ফড়
করে এ মন, রেলগাড়ীর শব্দে য্যান, নড়বড়
বসতবাড়ি, আন্ধারে ডাকতে থাকে গাছের ডালে
একটানা কুহু কুহু স্বরে কোকিল, রাত্তির কালে।


হগলে কাজের ফাঁকে হপ্তায় হপ্তায় ঘরে ফিরে,
তারে না দেখি আর, সেই যে গেছে ফেলে একা ঘরে!
বিরান বাড়ি দুয়ারে কড়া নাড়ে অচীন পড়শী,
আচানক হাত থেকে পড়ে ভাঙ্গে বিয়ার আরশি।


রাতভর ঝরঝর ঝরছে আশ্বিনের বাদল,
নুনজলে ধুয়ে যায়, কষ্টে পোড়া চোখের কাজল!
--------- --------- --------- -------
২৬/০৯/২০১৯, বৃহস্পতিবার, সকালঃ ০২ঃ১৩ মিনিট,(+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.