( দুঃখ ভালোবাসা মেয়েটিকে)


দুঃখ বিলাসী মেয়ে দেখ গুন গুনিয়ে
হেঁটে যায় পথে কেউ নেই তার সাথে।
না হাতে হাত, না কারো কাঁধে কাঁধ
উঁচু শির, খুব অভিমান বুক টানাটান।


ওড়ে বাসন্তীওড়না সে বুদ্ধিমতী ললনা
পিছনে কখনো তাকায় না হার মানে না।
দুঃখ দুঃখী করে না কষ্ট নিয়ে ভাবে না
চলার পথে বহুবার একাই সে কি দূর্বার!


চাঁদমুখে চাঁদের মিতালী হিসেবে কৌশলী
ভুল করে করে শেখে স্বাভাবিক দৃষ্টি রেখে
গুটি গুটি পায়ে চলে বন্ধুর পথ পিছে ফেলে
অতীতের পাওয়া শিক্ষায় বিবেকের দীক্ষায়।


দুঃখটা ভালোবেসে মানিয়ে চলে চারিপাশে
আপন ভূবনে আপনি রাণী চির অভিমানী।
--------------------- ০ ---------------
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯ মাঘ ১৪২৮, বুধবার, দুপুর:১২:৪০, কাব্যকুঞ্জ,  নারায়নগঞ্জ,
(স্বত্ত সংরক্ষিত)