খোলা আকাশের নিচে হেঁটে যাচ্ছে কালো এক নিকষ রাত,
বাতাসের হাত ছুঁয়ে দেখে মৃত লাশের মতো হিম শীতল।
জীবন নয় উগ্র বারুদের গন্ধ ইউক্রেনের ঘাসের ডগায়,
শিশির জমেছিল কবে কখন এখানে মনে নেই মানুষের।


নদীর জলে নোনা ধরে গেছে বুকে তার প্রিয়তমার লাশ,
চাঁদের মোমজ্যোৎস্না নয় নগ্ন শরীরে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধা!
আকাশে ফানুস নয় আগুনের ফুলকি যুদ্ধবিমানের গুলি
মাথার খুলি উড়ে যাচ্ছে হায়েনার মত  বিষদাঁত খিঁচিয়ে ।


শান্তিকামী ধর্মাবতার শান্তিতে ঘুমাচ্ছে বাশিলের স্তন ছুঁয়ে,
ঘোড়ার খুরে খুরে আওয়াজ তুলছে দ্রব্যমূল্য নীরুর ওড়নায়!
বসন্ত এখন আর ফুল ফুটায় না; বিকলাঙ্গ সন্তান জন্মাচ্ছে,
তিমির অন্ধকার রাত হেঁটে যাচ্ছে সাপের বুকে ভর করে।


ঘুমন্ত শিুশু কেঁপে উঠছে পৃথিবীর গর্ভে বোমাবিস্ফোরণে,
অস্ত্রব্যবসায়ীর  গ্লাসে উঠছে নর্তকীঠোঁটের মৃতসঞ্জিবনী!
-------------- ০ -------------
১০ মার্চ ২০২২, ২৫ ফাল্গুন ১৪২৮, বৃহস্পতিবার, সন্ধ্যা:০৩:১৭, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)