''ফাবিহা', তোর হাসি মুখটা খুব মনে পড়েরে মা।
========== ========= ====
'ফাবিহা' লোকান্তরিত হওয়ার মাত্র কয়েকদিন আগে ফেসবুকে পোষ্ট দিয়েছিল নিচের কথাগুলো, তখন সে ICU তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল।


Fabiha Ajmari was feeling crazy.
December 27, 2017 at 6:24pm ·
I.c.u বেডে শুয়ে ডাক্তারের চোখে ফাকি দিয়ে ফেসবুক চালানোর মজাটাই আলাদা........😂😂😂😂😂😂
======= =================


একবার হলেও আসিস


-------------- কাজী এনামুল হক


চলে গেলি! কি আশ্চার্য! নভেম্বরের মাঝামাঝিতে কথা হলো  বেশ কিছুক্ষণ,
বললি ভালো আছিস, বাসায় চলে এসেছিস,
ডিসেম্বরে আবার হাসপাতাল থেকে ষ্টাটাস
‘I.c.u বেডে শুয়ে ডাক্তারের চোখে ফাকি দিয়ে ফেসবুক চালানোর মজাটাই আলাদা........’


আজ সন্ধ্যায় তোর তিরোধানের খবর শুনে বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠলো,
এতো বেশী অসহায় মানব জীবন!
ভাবতে কেমন যেনো লাগে; কিছুতো বলে গেলি না,
কি নীরবে হাসতে হাসতে পা বাড়ালি; শেষ ঠিকানা খুঁজে নিলি, সে কি অভিমানে!


ওই মুখ, চোখ, হাসি সবই ভাসছে চোখের সামনে।
সাদা কাফনে জড়ানো তোর দেহ,
দ্রুতযানে খাগড়াছড়ি’র অভিমুখে এগিয়ে যাচ্ছে,
স্বজনের আহাজারি কি শুনতে পাচ্ছিস মা মণি!
ওপারে তোর বিদেহী আত্মা শান্তিতে থাকুক
এই কামনা আমাদের সবার অন্তর থেকে।


ওপারে যারা যায় তারা আর ফিরে আসে না শুনেছি; কিন্তু একবার হলেও আসিস, লক্ষ্মী মা আমার।
সবার চোখের সামনে না হলেও,
অলক্ষ্যে স্বপ্নে এসে বলে যাস ওখানে কেমন  আছিস!
=========== ============
০৪ জানুয়ারী ২০১৮, বৃহস্পতিবার, সকাল: ০১:২৭ মিনিট (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited