রোদের ঝিলিক আড়াল করেছি উড়ন্ত ধুসর চিলের ডানায়
ইচ্ছে বা অনিচ্ছায় হতে পারিনি খোসল বদলানো সরীসৃপ।
হাসির বদলে কান্নাকে ঢেকেছি সর্বদা রঙ্গিন শাড়ীর আঁচলে,
জর্জেট ওড়নায় চুল নয় ঢেকেছি অকারন দুঃখ, মলিন মুখ।


মোমের মতো গলে গিয়েছি কারো দুর্দান্ত খল অভিনয়ে;
না, প্রতারণা ভাবতে পারিনি, অসম্ভব মসৃণমসুখে দেখিনি
কোন মৃত ভ্রমর বা প্রজাপতি অথবা কোন কালো তিল।
ভিজিয়েছে বর্ষা শুকিয়েছে তুমুলরোদ ঝড়তুফাণ বৈরীতায়।


নিজের আকাশে নিজেই তবুও শ্বেতশুভ্র মেঘের ভেলায়
কখনো চাঁদের খেয়ায় দূরের যাত্রী; উড়েছি ডানা মেলে
ওরা দেখেছে চেয়ে চেয়ে পুড়েছে শত পরশ্রীকাতরতায়।
ইচ্ছের নাটাই হাতে এখনো উড়াই স্বপ্নের ঘুড়ি সীমানায়।


দুর্গম গিরি সঙ্কটে বাঁজাই বীণ, বিসমিল্লাহ খাঁ’র সাঁনাই
নিজেকে নিজে জানতে পারলে পদতলে আপদ বালাই।
-------------------- ০ ----------------
২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮, সোমবার, দুপুর:১২:৫৪ মিনিট, কাব্যকুঞ্জ
(স্বত্ত্ব সংরক্ষিত)