সবাই ফাঁকিতে ফেলে চলে যেতে চাও!
যাবেই! তাহলে যাও; সব নিয়ে যাও।
এখানে ওখানে ছড়ান যা কিছু তা ও,
ঈগল দৃষ্টিতে যতোটা সন্ধান পাও।

কিছুই চাই না একান্ত নিজের করে,
আপন হয় না কিছু পৃথিবীর পরে।
বুঝিয়ে দিয়েছ পুরাতন রীতিনীতি,
নতুন নিয়মে বেঁধে প্রিয়জন প্রীতি।

ঠুনকো হৃদ্যতা কথায় কথায় যারা
দেখাতে অভ্যস্ত নাটকীয়তার ধারা,
ঘৃণাই করেছি চিরকাল চিরন্তন-
মায়াকান্নায় কাঁদে না দুঃখে পোড়া মন।

দাবী ছাড়া প্রিয় ধন, ফিরিয়ে চাই না,
হারানো সম্পদে সুখ খুঁজেও পাই না।
-------------- -------------- ------
১০/০৪/২০১৪, বুধবার, সকালঃ১১ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.