চলে গেলে বলে গেলে না বিপীন পার্কের পথ স্বাক্ষী,
জানলাম না কখন ফুরাল সব কাজ; সন্ধ্যার কাকলি।
চাঁদ উঠলে আলো, ডুবলে অন্ধকার সেতো জানা কথা
সরু গলিতে নামেনি তিমির ঘোর বণিতাদের হাকডাক!

ভালোবাসা বুকের মধ্যে টুনটুনির খুব ছোট্ট এক বাসা
ফুরুৎফারুৎ ওড়াওড়ি রোদ বৃষ্টি ফাগুনের বসন্ত বৈভব
ভালো লাগে বলেই ভাবাভাবি বিরহী চিন্তার চৌরঙ্গীতে
চোখ বুঁজে অনুভবে সাঁতার কাটি কাকচক্ষু পদ্মপুকুরে।

পাঁজরে যে ব্যাথা বাঁজে চিনচিন অহর্নিশ বুঝে না কেউ
বলিনি কাউকে গোপনক্ষরণে কেমন করে নিঃশেষ হই।একটু  কোমলস্পর্শে কতোটা প্রশান্তির শীতল প্রলেপ
বুঝলে না, গভীর আলিঙ্গনে ডুবে যেতে কতটা যে সুখ!

বুকের কড়া নেড়ে কোথায় লুকাও বলো অনিচ্ছা শরমে!
ইশারায় ডাক দিলে তবু আজও জেগে উঠি অনন্ত বিশ্বাসে।
-------------- -------------- ---
২৫ জুন ২০১৯, মঙ্গলবার,  সকালঃ০২ঃ৩৩ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.