কবিতার শহরে এসে


------ কাজী এনামুল হক


কবিতার শহরে বেড়াতে এসে দেখি এখানে কবিতা নেই,
সবিতা প্রখর রোদে তামা করে হৃদয়, বুক ফাটে তৃষ্ণায়।
এ কোন শহর! শব্দেরা শোক সমাবেশ করছে রাস্তা জুড়ে,
ছন্দ দ্বন্ধে লিপ্ত, তাল-লয়-পর্ব্ ইচ্ছে মতো বিচরণে ব্যস্ত!


কবিতার যুবতীবুক ক্ষত-বিক্ষত কাটাছেড়া কালসিটে,
নাভিতে জমাট রক্ত, ভণ ভণ মাছি উড়ে যোনির জমিনে।
কবিতার কুন্তলে নেই ফুলবাঁধা বেণী; কপালে লাল টিপ,
টিপ নিয়ে টিপাটিপি এ ওর গায়, হাসি, উপহাস বিদ্রুপ।


কানে দুল নেই, নাকে নাক ফুল ঝিকমিক করছে না তার,
গলায় সাতনরি হার নেই; হাতে বালা, কোমরে বিছা নেই।
সিঁদুর নেই সিঁথি বেয়ে; কবিতা হেঁটে যায় বিষন্ন বদনে।
তার শরীরে নেই অলঙ্কার;  হায় বড়ো দুর্দিন বুঝি আজ!


কবিতার শহরে এসে সবিতাসখ্যে তৃষ্ণায় ক্লান্ত হৃদয়,
ফিরে যাচ্ছি কষ্ট বুকে নিয়ে ক্ষুন্ন মনে; স্বস্তিনিঃশ্বাস ছাড়তে।
-------------------- ০ -------
০৫ এপ্রিল ২০২২, ২২ চৈত্র ১৪২৮, মঙ্গলবার, সকাল:০৯:৩৯, কাব্যকুঞ্জ
(স্বত্ত্ব সংরক্ষিত)